পুলিশ দেখে পালাতে গিয়ে পিলারে ধাক্কা খেল মাদকবাহী গাড়ি, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুজন
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে মাদক নিয়ে চট্টগ্রাম নগরে যাচ্ছিল একটি টয়োটা নোয়াহ গাড়ি। পথে পুলিশের তল্লাশিচৌকিতে গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মহাসড়কের পাশের কংক্রিটের পিলারে ধাক্কা দেয় গাড়িটি। পরে পুলিশ সেই গাড়ি থেকে ৩২ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বশির আহমদের ছেলে হাকিম উদ্দিন (২৩), একই ইউনিয়নের সাব্বির আহমদের ছেলে খলিলুর রহমান (৩০)।

পুলিশ জানায়, তাঁদের কাছে তথ্য ছিল একটি নোয়াহ গাড়িতে ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে থানার সামনে মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়। হালকা গোলাপি রঙের নোয়াহটি সংকেত অমান্য করে তল্লাশিচৌকি অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা কংক্রিটের পিলারে ধাক্কা দিয়েছে। পরে গাড়ি থেকে ৩২ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে গাড়িতে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। পুলিশ গাড়িটি জব্দ করেছে।

লোহাগাড়া থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া দুজনসহ চারজনের বিরুদ্ধে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক দুজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।