Thank you for trying Sticky AMP!!

আগুন

সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে দগ্ধ ৪

সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে চারজন দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিক পুরোনো সাতক্ষীরার মায়ের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন পুরোনো সাতক্ষীরা এলাকার গুণীদ্রনাথ মণ্ডল (৬৮), তাঁর স্ত্রী কল্যাণী মণ্ডল (৫৮), তাঁদের বাড়ির গহপরিচারিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীদ্রনাথের আত্মীয় কালীগঞ্জের নলতা গ্রামের কাকলী সরদার (৫৫)।

গুণীদ্রনাথ মণ্ডল জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী কল্যাণী রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রথমে তাঁর স্ত্রীর কাপড়ে লাগে। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে একে একে আত্মীয় কাকলী, গহপরিচারিকা দেবলা দেবনাথ ও তিনি দগ্ধ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী আনছার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন। তিনি ছাড়া গুরুতর আহত বাকি তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাঁরা বর্তমানে ভালো আছেন।