
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দৌলতদিয়া অংশে প্রায় ২২ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ জেলেদের জালে ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। পাঙাশটি স্থানীয় এক ব্যবসায়ী ৩২ হাজার টাকায় কিনে দুপুরে ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেন।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, আজ সকাল আটটার দিকে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে বাসুদেব হালদার ও তাঁর লোকজন পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। সকাল সাড়ে নয়টার দিকে জাল নৌকায় তুলতেই দেখতে পান বড় এক পাঙাশ। মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ১০টার দিকে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেসমত মোল্লার আড়তে। এ সময় নিলামে তোলা হলে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে কিনে নেন ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কেসমত মোল্লার আড়তে বড় পাঙাশ দেখে তিনি নিলামে অংশ নেন। প্রায় ২২ কেজি ওজনের পাঙাশটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন তিনি। দুপুরের দিকে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে তিনি কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে মাছটি ৩৪ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে। তবে ২২ কেজি বা তার চেয়ে বেশি ওজনের পাঙাশ এ মৌসুমে প্রথম ধরা পড়ল। বর্ষায় পদ্মা নদীতে পানি বাড়লে আরও বড় বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা আছে।