Thank you for trying Sticky AMP!!

‘মাদকাসক্তি সবকিছু ধ্বংস করে দেয়’

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় রয়েল মিডিয়া কলেজে মাদকবিরোধী পরামর্শ সভায় বক্তব্য দিচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ছ

আজকে যারা স্কুল বা কলেজে পড়ছে, তারা বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের নিয়ে পরিবার, স্বজন, প্রতিবেশীসহ সবাই স্বপ্ন দেখে। কিন্তু কোনো কারণে কেউ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে তাকে নিয়ে আর কেউ স্বপ্ন দেখে না। মাদকাসক্তির কারণে পরিবার, প্রতিবেশী বা সমাজ চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। মাদকাসক্তি সবকিছুকেই ধ্বংস করে দেয়।

আজ মঙ্গলবার ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা হয়। ওই উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপরিচালক মো. খোরশেদ আলম।

সভায় বক্তব্য দেন ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান ও প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক খালিদ হাসান সম্রাট। পরামর্শ সভায় রয়েল মিডিয়া কলেজের একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সভা সঞ্চালনা করেন প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ের বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমাদের এখন বয়স কম। চলার পথে নানা ধরনের যুক্তি আসছে। এখন অনেকেই কৌশলে তোমাদের খারাপের দিকে বা অন্ধকারের পথে ঠেলে দিতে চাইবে। কোনোভাবেই ভুল করা যাবে না। জীবনে নানা পরিস্থিতির সৃষ্টি হতে পারে । তবে কোনো অবস্থাতেই মাদক স্পর্শ করা যাবে না। কারণ, মাদক কোনো সুফল বয়ে আনবে না, বরং জীবনকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেবে।

উপপরিচালক খোরশেদ আলম বিভিন্ন গল্প বলে এবং বাস্তব উদাহরণ দিয়েও শিক্ষার্থীদের সামনে মাদকাসক্তের কুফল তুলে ধরেন। তিনি বলেন, মাদকাসক্ত হয়ে নিজের গলায় ছুরি চালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

মাদকবিরোধী পরামর্শ সভায় মাদককে না বলার শপথ নিচ্ছে ময়মনসিংহের রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থীরা

পরামর্শ সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এখন কেউ মাদক সেবন করো না। এটি জেনেও আমরা তোমাদের কাছে এসেছি। কারণ, তোমাদের সামনে হাতছানি রয়েছে, যাতে তোমরা কোনো হাতছানিতে পড়ে মাদকের দিকে ধাবিত না হও। মাদকাসক্ত হওয়ার আগে থেকেই সচেতন হওয়া গেলে তোমরা অনেক নিরাপদ থাকবে মাদক থেকে।’

বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান।

পরামর্শ সভা শেষে শিক্ষার্থীরা মাদকের বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। শিক্ষার্থীদের প্রশ্নে মাদকবিরোধী কথা ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক বিভিন্ন বিষয় উঠে আসে।

ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজে আয়োজিত মাদকিবরোধী পরামর্শ সভায় অতিথিদের কাছে মাদকের বিষয়ে প্রশ্ন করছেন এক ছাত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকসহ অতিথিরা এসব প্রশ্নের উত্তর দেন। অনেক শিক্ষার্থী লিখিতভাবে বিভিন্ন প্রশ্ন করেন। ওই সব প্রশ্নের উত্তর পরবর্তীকালে কলেজের নোটিশ বোর্ডে সাঁটিয়ে দেওয়া হবে। মাদক বিষয়ে সুন্দর সুন্দর প্রশ্নের জন্য উপপরিচালকের পক্ষ থেকে শিক্ষার্থীদের জ্যামিতি বক্স উপহার দেওয়া হয়।