মিরসরাইয়ে নিজ বাড়ি থেকে প্রবাসীর বিদ্যুতায়িত লাশ উদ্ধার

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ বাড়ি থেকে মো. এমদাদুল হক (৪৫) নামের এক প্রবাসীর বিদ্যুতায়িত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে ওই ব্যক্তির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য এমদাদুল হকের স্ত্রী নার্গিস মুস্তারি (৪০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওয়াহেদপুর ইউনিয়নে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহালে দেখা গেছে নিহত ব্যক্তির ডান হাতের কবজিতে বৃত্তাকার কালো দাগ ও বুকে আঁচড়ের ক্ষত ছিল। এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়নি।’

ওসি মো. কবির হোসেন আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।