Thank you for trying Sticky AMP!!

সিলেটে নৌকায় ভোট চেয়ে স্লোগান দিলেন সরকারি হাসপাতালের নার্সরা

সিলেটে আর্ন্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে নৌকার পক্ষে স্লোগান দেন সরকারি হাসপাতালের নার্সরা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নৌকার পক্ষে স্লোগান দিয়েছেন নগরের কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের নার্সরা। গতকাল শুক্রবার নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বারবার এমন দৃশ্য দেখা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক নার্স প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সরকারি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, রেড ক্রিসেন্টসহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের কয়েক হাজার নার্স ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ নম্বর ধারায় উল্লেখ করা আছে, ‘নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার করতে পারবেন না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা মনে হয় ভুলে গেছেন তাঁরা কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনোভাবেই তাঁরা একজন প্রার্থী বা তাঁর প্রতীকের পক্ষে স্লোগান দিতে পারেন না। তাঁদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত।

অনুষ্ঠানের ব্যানারে বড় হরফে লেখা ছিল, ‘প্রধান অতিথি: আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সিলেট সিটি করপোরেশন’। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে সিলেটকে আধুনিক নগরে পরিণত করবেন প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান।

বিএনএর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলীর (সাদেক) সঞ্চালনায় গতকালের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়া একাধিক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকালের অনুষ্ঠানটি নার্সেস দিবস উপলক্ষে হলেও নৌকার প্রার্থীর পক্ষে একাধিক বক্তা বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠান চলাকালে একাধিকবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নৌকা প্রতীকের সমর্থনে স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে কয়েক শ সরকারি নার্স উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠানে নৌকার প্রার্থীর পক্ষে কোনো প্রচারণা চালানো হয়নি দাবি করেছেন বিএনএর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী। তিনি বলেন, আন্তর্জাতিক নার্সেস দিবসের অনুষ্ঠানে প্রতিবছর একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এবারও তা–ই হয়েছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণা চালানো হয়নি। নার্সেস দিবস নিয়ে আলোচনার পাশাপাশি কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রথম আলোকে বলেন, প্রথমত, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। দ্বিতীয়ত, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর বিধি নেই। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ মে সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ হবে ২ জুন। আগামী ২১ জুন ইভিএমে ভোট হবে।