নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় অবৈধ কারেন্ট জাল আটক অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের এক সদস্য ও কোস্টগার্ড সদস্যদের বহনকারী ট্রলারের মাঝি আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চেয়ারম্যানঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
আহত কোস্টগার্ড সদস্যের নাম মো. শাহরিয়ার (২৬)। আহত কোস্টগার্ড সদস্যদের ট্রলারের মাঝির নাম মো. আরিফ (৩০)। আহত কোস্টগার্ড সদস্য শাহরিয়ারকে বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আরিফকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম নদীতে অবৈধ কারেন্ট জাল আটক অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, একদল জেলের কাছে অবৈধ কারেন্ট জাল আছে শুনে মেঘনা নদীর নীল বয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। ওই সময় মাছ ধরার ট্রলারকে থামতে বললে ট্রলারের জেলেরা উল্টো কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে কোস্টগার্ড সদস্য শাহরিয়ারসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।