Thank you for trying Sticky AMP!!

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

লাউয়াছড়া উদ্যানে গাছ পড়ে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়েছে। উদ্যানের ভেতরে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়লে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

টিলা ধসে গাছ ভেঙে রেললাইনের ওপর পড়লে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হয়

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আজ ভোরে ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিলা ধসে গাছ ভেঙে পড়ে রেললাইনের ওপর। এতে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

লাউয়াছড়া উদ্যানের ভেতরে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়লে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়

শমশেরনগরের সহকারী স্টেশনমাস্টার উত্তম দেব এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এর ফলে সকালের ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।