হাতকড়া
হাতকড়া

গাজীপুরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কোনাবাড়ী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন নেত্রকোনার মদন থানার তেঁতুলিয়া গ্রামের মো. হানিফ (১৯), সুনামগঞ্জের শাল্লা থানার বিষ্ণুপুর গ্রামের মনজিৎ দাস (২৫) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের মো. জাহিদ হাসান (২০)। তাঁরা সবাই কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. রবিউল ইসলাম বলেন, গতকাল রাতে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত শনিবার বিকেলে ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল থেকে কোনাবাড়ীর কয়েকটি পোশাক কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।