নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক কৃষক আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কৃষকের নাম আবদুল মতিন (৫০)। তিনি উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে।
গুলিবিদ্ধ আবদুল মতিনের চাচাতো ভাই আলমগীর হোসেন দাবি করেন, সন্ত্রাসীরা তাঁর চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। কিন্তু কেন তাঁকে গুলি করা হলো, সেটা তাঁরা বুঝতে পারছেন না।
তবে পুলিশের ভাষ্য, ছয়ানী বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে এক পক্ষ অপর পক্ষের একজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আবদুল মতিনের গায়ে লাগে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন আবদুল মতিন ও তাঁর প্রতিবেশী মো. শুভ। হঠাৎ মোটরসাইকেলে দুই অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি কয়েকটি গুলি করে। আবদুল মতিনের পেটের ডান পাশ গুলিবিদ্ধ হলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আজ সোমবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে একটি মোটরসাইকেলে দুই সন্ত্রাসী এসে শাওন নামের একজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। শাওন সরে গেলে গুলিটি লাগে আবদুল মতিনের পেটে। গুলিবিদ্ধ মতিনের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।