Thank you for trying Sticky AMP!!

ঘন কুয়াশায় পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি কুয়াশার কারণে মাঝনদীতে আটকে পড়ার পর গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করে। গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রাত সাড়ে ১১টার পর ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর মাঝনদীতে পৌঁছে ঘন কুয়াশার কবলে পড়ে। দিক হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে মাঝনদীতে ফেরিটি নোঙর করতে বাধ্য হয়।

মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার সংবাদ পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৪টি এবং পাটুরিয়া প্রান্তে ১০টি ফেরি নোঙরে থাকতে বাধ্য হয়। ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ কয়েক শ যানবাহন। রাতভর এসব যানবাহনের যাত্রী ও চালক গাড়িতেই আটকে থাকেন।

এক স্বজনকে ঢাকা বিমানবন্দরে বিদায় জানিয়ে রাজবাড়ী ফিরছিলেন মো. সেলিম প্রামাণিক। তিনি বলেন, রাত সোয়া ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অপেক্ষমাণ একটি ফেরিতে ওঠার পর র‌্যাম তুলে দিয়ে ফেরিটি ছেড়ে দেয়। একটু দূরে যাওয়ার পরই কুয়াশায় সামনের কিছুই দেখতে না পাওয়ায় অপর ফেরির সঙ্গে ধাক্কা লাগে। পরে ৪ নম্বর ঘাটের কাছে থাকা আরেকটি ফেরির সঙ্গে তাঁদের ফেরিটি বেঁধে রাখা হয়। সেলিম প্রামাণিক আরও বলেন, রাতভর ফেরিতে আটকে ছিলেন। তাঁদের মতো অনেকে সারা রাত শীত ও ঘন কুয়াশার মধ্যে আটকে ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাঁদের ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছাড়ে। সকাল সাতটার দিকে তাঁরা ঘাটে এসে পৌঁছান।

Also Read: ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে ছিল ৪টি

ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের ঘাটশ্রমিক মনিরুজ্জামান বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে ঢাকাগামী অন্তত দুই শতাধিক যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় আটকে ছিল। এর মধ্যে প্রায় ১০০টির মতো যাত্রীবাহী পরিবহন ছিল।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়ান প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত ১২টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় পৌনে ৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে কুয়াশা কম দেখে ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে।

Also Read: ঘন কুয়াশায় মধ্যরাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ