সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রীদের উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার তিন তরুণ। রোববার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে
সুনামগঞ্জের তাহিরপুরে ছাত্রীদের উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার তিন তরুণ। রোববার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে

সুনামগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের মামলায় তিন তরুণ গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় একটি মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত এবং এর প্রতিবাদ করায় এক ছাত্রীর চাচাকে মারধরের ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তরুণেরা হলেন উপজেলার বালিজুরী ইউনিয়নের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১) ও জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এলাকার একটি মাদ্রাসায় যাওয়া-আসার পথে গ্রেপ্তার তরুণেরা ওই ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ছাত্রীরা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন। বিষয়টির প্রতিবাদ করায় এক ছাত্রীর চাচাকে মারধর করেন ওই তরুণেরা। এরপর গত ২৯ এপ্রিল ছাত্রীদের উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় তাহিরপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মারধরের শিকার ওই ব্যক্তি। এই মামলায় পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পর আসামিদের ধরতে অভিযান শুরু করে। শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।