প্রায় ৬ ঘন্টা বন্ধের পর আজ সকাল সাড়ে ৯টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায়।
প্রায় ৬ ঘন্টা বন্ধের পর আজ সকাল সাড়ে ৯টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায়।

ঘন কুয়াশা কেটেছে, কয়েক ঘণ্টা পর ২ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রায় পৌনে ৮ ঘন্টা পর আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে প্রায় ৬ ঘন্টা বন্ধের পর আজ সকাল সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সালাম।

এর আগে দুই নৌপথের ঘাটগুলো থেকে ছেড়ে যাওয়া অন্তত পাঁচটি ফেরি মাঝনদীতে ঘন কুয়াশায় নোঙর করতে বাধ্য হয়। এতে ঠান্ডায় দুর্ভোগে পড়েন যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে রাত তিনটার দিকে কুয়াশা আরও বাড়তে থাকে। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাইগার ও ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা মাঝনদীতে দিক হারিয়ে ফেলে। উপায় না পেয়ে ফেরি তিনটি মাঝনদীতেই নোঙর করে থাকে। মাঝনদীতে ফেরি নোঙর করার খবর পেয়ে রাত ৩টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয়।

এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া ঘাট এলাকায় খানজাহান আলী, হাসনা হেনা, এনায়েতপুরি ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের ফেরিগুলো নোঙর করে থাকে। মাঝনদীতে আটকে থাকা তিন ফেরিতে ৫০টির মতো যানবাহনসহ শতাধিক যাত্রী ও চালক কনকনে ঠান্ডা আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে এবং ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকে থাকার খবর পাওয়া গেছে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথেও গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ফেরিসহ নৌযান চলাচলে বিঘ্নিত হয়। রাত পৌনে দুইটার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ আলী ও কিষানি নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে নোঙর করতে বাধ্য হয়। পরে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আরিচা ঘাট এলাকায় খানজাহান আলী, ধানসিঁড়ি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চিত্র নামের চারটি ফেরি নোঙর করে থাকে। মাঝনদীতে ও ঘাটে আটকে থাকা ফেরির যাত্রীসহ চালকেরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম মো. আব্দুস সালাম জানান, চার দিন বিরতির পর গতকাল মধ্যরাত থেকে আবার ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই দুই নৌপথে কুয়াশায় কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পাঁচ ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌপথে সাড়ে পাঁচ ঘণ্টার মতো ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল।