চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপের মামলায় বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক হেলাল উদ্দীন এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ প্রথম আলোকে বলেন, আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর কাছে ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ১৮ কোটি ৩৯ লাখ টাকা পাওনা রয়েছে। এর বিপরীতে ব্যাংকে যে পরিমাণ সম্পদ তাঁরা বন্ধক রেখেছেন, তা খুবই কম।

এরশাদ বলেন, বন্ধক থাকা সম্পদ দিয়ে ওই ঋণ শোধ হবে না। এই অবস্থায় ঋণ পরিশোধ না করে তাঁরা দেশত্যাগের পাঁয়তারা করছেন বলে ব্যাংকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।