ভোলায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশু ধর্ষণ
প্রতীকী ছবি: প্রথম আলো

ভোলার তজুমদ্দিন উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ আজ সোমবার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পরপর শিশুটিকে টাকা ও মুঠোফোনের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক যুবক তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আজ দুপুরে পুলিশ হেফাজতে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম জানান, শিশুর চিকিৎসার পাশাপাশি পরীক্ষা–নিরীক্ষা চলছে। ডিএনএ টেস্টসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত যুবকের বিচার চায় শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছে তারা। এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান, মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি।