সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী
সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী

সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার করে ‘ঘুষ-দুর্নীতির’ মাধ্যমে ১১৪ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন ফজলে করিম চৌধুরী। এ ছাড়া ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ জন্য দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে ১৯ সেপ্টেম্বর এ বি এম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আদালতে হাজির করা হলে ফজলে করিমের প্রিজন ভ্যানে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ লোকজন। এরপর থেকে তাঁকে আর আদালতে হাজির করা হয়নি। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোতে ভার্চ্যুয়াল শুনানি হয়।