
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অপর এক জাহাজের ধাক্কায় তলা ফেটে ‘সাগর নন্দিনী-২’ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। রোববার ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জনকে জীবিত উদ্ধার করেন। নদীতে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তুলাতুলি এলাকার মানুষজন। জাহাজের জীবিত উদ্ধার হওয়া কর্মীরা জানিয়েছেন, জাহাজটিতে ১১ লাখ লিটার ডিজেল ছিল, যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।
জাহাজটির মাস্টার কোস্টগার্ডকে জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে তাঁরা চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার অকটেন ও ডিজেল নিয়ে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা দেন। আজ ভোর চারটার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলিসংলগ্ন মেঘনা নদীতে পেছন থেকে আসা অপর একটি জাহাজ তাঁদের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে পেছনের দিকের তলা ফেটে তাঁদের জাহাজটি ডুবে যায়। এ সময় চিৎকার শুনে একটি বালুবাহী বলগেট এসে তাঁদের জীবিত উদ্ধার করে।
দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল প্রথম আলোকে বলেন, খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিনের মাধ্যমে জাহাজ থেকে নদীতে ছড়িয়ে পড়া তেল নিষ্কাশন করছেন। জাহাজটি উদ্ধারে চেষ্টা চলছে।