সকাল সাড়ে আটটা। মহাসড়কে বিকট শব্দে হকচকিয়ে যান আশপাশের মানুষ। দোকানপাট থেকে বের হয়ে তাঁরা দেখতে পান, মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে আছে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক। সেই ট্রাক থেকে ছিটকে পড়া শতাধিক সিলিন্ডার চারদিকে গড়াগড়ি খাচ্ছে। কাছেই সড়ক বিভাজকের ওপর পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির থেঁতলে যাওয়া লাশ। আজ সোমবার সকাল সাড়ে আটটায় মিরসরাই উপজেলার নিজামপুর বাজার এলাকায় দেখা যায় এমন দৃশ্য।