শরীয়তপুর পৌরসভায় বিএনপি কার্যালয়ের পাশ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আজ সকালে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায়
শরীয়তপুর পৌরসভায় বিএনপি কার্যালয়ের পাশ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আজ সকালে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায়

শরীয়তপুর পৌরসভায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগ

শরীয়তপুর পৌরসভায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, মালামাল চুরি ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরপর সেখানে নিয়মিতভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন তাঁরা। গতকাল রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় এবং কিছু জিনিস ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে সেখান থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ছাত্রদল নেতা ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দিই। গতকাল মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিচার দাবি করছি।’

দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা বলেন, ক্লাবে যা ছিল কে বা কারা রাতের আঁধারে সব লুট করে নিয়ে গেছে। পাশাপাশি ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।