Thank you for trying Sticky AMP!!

বরিশাল-২ আসনে মনোনয়নপত্র নিলেন গায়ক নকুল কুমার বিশ্বাস

বরিশাল-২ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন নকুল কুমার বিশ্বাস। মঙ্গলবার দুপুরে উজিরপুর ইউএনও কার্যালয়ে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গায়ক নকুল কুমার বিশ্বাস। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Also Read: লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না: নকুল কুমার বিশ্বাস

গতকাল মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নকুল কুমার বিশ্বাস। এ সময় উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র নেওয়ার পর উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চান নকুল। এ সময় তাঁর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নকুল কুমার বিশ্বাসের বাড়ি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামে। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ থেকে তিনি গত দুই বছরের ধরে এলাকায় গণসংযোগ করে আসছিলেন। তিনি বলেন, মহান সংসদে না গেলে মানুষের চাওয়া তুলে ধরার জায়গা খুবই কম। বরিশালের প্রত্যন্ত পল্লি উজিরপুর-বানারীপাড়া উপজেলার অবহেলিত গণমানুষের কল্যাণে অবদান রাখতে চান। সেই কারণেই প্রার্থী হয়েছেন। সবার আশীর্বাদ প্রত্যাশা করেন তিনি।

Also Read: আ.লীগের বিদ্রোহী এখন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী