প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এসএসসিতে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে অকৃতকার্য

শিশির চন্দ্র মনিদাস গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়। চলতি বছর সে শুধু ওই একটি বিষয়ে পরীক্ষা দেয় এবং কৃতকার্য হয়েছে। কিন্তু এবারের এসএসসির ফলাফলে সে কৃষি বিষয়ে অকৃতকার্য হয়েছে। যদিও গত বছর সে ওই বিষয়ে ‘এ’ গ্রেড পেয়েছিল এবং এ বছর ওই বিষয়ে কোনো পরীক্ষা দেয়নি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র শিশির চন্দ্র মনিদাস। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পরে চলতি বছর সে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, সে ধর্ম বিষয়ে পাস করলেও গত বছরে কৃতকার্য হওয়া কৃষিতে এবার অকৃতকার্য দেখানো হয়েছে।

শিশির বলে, ‘আমি গত বছর একটি সমস্যার কারণে ধর্মে ফেল করেছিলাম। এ কারণে চলতি বছর আবার পরীক্ষা দিই। ফলাফলে দেখি, আমি ধর্মে ঠিকই পাস করেছি, কিন্তু কৃষিতে এসেছে ফেল। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। তিনি বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যোগাযোগ করেছেন তিনি। আশা করছেন, শিগগিরই তার ফলাফল সংশোধন করা যাবে।