Thank you for trying Sticky AMP!!

সিংড়ার কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ

সিংড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জুনাইদ আহমেদ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, প্রতিবছর সিংড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ হাজার ছেলেমেয়ে বিদেশ যেতে পারবেন। আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুধু শিক্ষিত ব্যক্তিরা নন, স্বল্পশিক্ষিত ব্যক্তিরাও এই প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবেন জানিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের প্রতিটি সন্তানকে সোনার মানুষে পরিণত করতে চাই। আমাদের সিংড়ার পাঁচ লাখ জনগণের জন্য জননেত্রী একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। এখানে প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা, কারিগরি কলেজ মিলিয়ে ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ৮৫ হাজার ছেলেমেয়ে কর্মজীবনে প্রবেশ করবে। এই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে শুধু শিক্ষিতরাই নয়, স্বল্পশিক্ষিতরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারবেন। অনেক ছেলেমেয়েরা ড্রাইভিং শিখে বিদেশে গিয়ে একজন এমপি (সংসদ সদস্য) বা মন্ত্রীর চেয়ে বেশি বেতন উপার্জন করছেন। আমাদের সেই সুযোগটা করে দিতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্কা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।