সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া ১২টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার

থানা থেকে লুট হওয়া ১২টি কাঁদানে গ্যাসের সেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার সরস্বতী নদীর পরিত্যাক্ত স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়
 ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া ১২টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকা থেকে গ্যাসের শেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ধোপাকান্দি এলাকার সরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা কৌতূহলবসত ব্যাগটি খুললে গ্যাসের শেলগুলো দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় থানায় জানালে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কাঁদানে গ্যাসের শেলগুলো জব্দ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে কাঁদানে গ্যাসের শেলগুলো লুট করা হয়েছিল।