মহেশখালীতে শাবলের আঘাতে নিহত যুবক নুরুন্নবী
মহেশখালীতে শাবলের আঘাতে নিহত যুবক নুরুন্নবী

মহেশখালীতে শাবলের আঘাতে যুবক খুন, আটক ৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাবলের আঘাতে নুরুন্নবী (২০) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুন্নবী ওই এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় আজ বুধবার ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

মহেশখালী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় মোহাম্মদ সাগর নামের এক যুবকের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। সাগর ওই তরুণীর বাড়ি থেকে ফেরার পথে নুরুন্নবীসহ স্থানীয় লোকজন তাঁকে জেরা করেন। এ সময় তাঁদের সঙ্গে সাগরের কথা–কাটাকাটি হয়।

খবর পেয়ে সাগরের আত্মীয়স্বজন স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীদের একজন শাবল দিয়ে নুরুন্নবীর বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নুরন্নবীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আজ ভোরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় আজ বেলা ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগরের লোকজনের শাবলের আঘাতে নুরুন্নবী নামের এক যুবক নিহত হয়েছেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই তরুণীর বাবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিহত নুরুন্নবীর বুকে শাবলের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।