শখের বসে খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শখের বসে মাছ ধরতে গিয়েছিলেন মুহাম্মদ শফিউল্লাহ (৩০)। জাল আটকে খালের পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট বাজারের কর্ণফুলী নদীর হৃদ খালে এ ঘটনা ঘটে।

শফিউল্লাহ রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা গ্রামের হাজী কলিম উল্লার ছেলে। তিনি এক সন্তানের বাবা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শফিউল্লাহ নগরীর একটি গার্মেন্টস কারখানার কর্মী ছিলেন। গতকাল সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। বিকেলে বাড়ির কাছের হৃদ খালে হাতজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন।

একপর্যায়ে তাঁর জালটি খালে আটকে গেলে তিনি পানিতে ডুব দিয়ে জাল ছাড়িয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তাঁর হাতে জালের দড়ি বাঁধা থাকায় তিনি নিজে জালে আটকে যান। পরে লোকজন খালে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরত্বে পানির নিচ থেকে তাঁর নিথর দেহ তুলে আনেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এর আগেই লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের কাছে জানতে পেরেছি, তিনি মারা গেছেন।’