সাতক্ষীরায় চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ তানজির আহমেদ ইভ্যালিতে একটি অ্যাপাসি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাঁকে ১ লাখ ৫৫ হাজার টাকার একটি চেক দেয়। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি। বাদী চেকটি তাঁর নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। এ বিষয়ে ইভ্যালিকে আইনি নোটিশ পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী সাতক্ষীরা আমলি ১ নম্বর আদালতে ইভ্যালির সিইও মো. রাসেলের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় আদালত আজ মো. রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এ বি এম ইমরান রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।