সুনামগঞ্জে একটি টিলাকে বেসরকারি উদ্যোগে পাখি ও বন্য প্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যক্তিমালিকানাধীন ওই টিলাকে এই অভয়াশ্রম ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউরা এলাকায় ভারত সীমান্ত ঘেঁষে ওই টিলার অবস্থান। এটির মালিক সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা পরিবেশ আন্দোলনের কর্মী তরুণ সালেহিন চৌধুরী।
প্রায় ছয় একর জমির ওই টিলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস) ও ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। এতে এলাকার কিশোর-তরুণদের পাখি ও বন্য প্রাণী রক্ষায় শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান ফেড-এর সহসভাপতি শিক্ষক মোদাচ্ছির আলম। এরপর টিলার প্রায় এক একর জঙ্গলকে পাখি ও বন্য প্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় জানানো হয়, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ থেকে হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী নিজ উদ্যোগে টিলার প্রায় এক একর পাহাড়ি জায়গাকে ঘন জঙ্গলে পরিণত করেন। তাঁর উদ্দেশ্য, পাখি ও বন্য প্রাণীর নিরাপদ আশ্রয় ও সংরক্ষণ করা। এখন টিলাটি বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি, গুইসাপ, শজারু ও বন মোরগের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
এই ব্যতিক্রমী আয়োজনে বক্তব্য দেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী, স্থানীয় বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঙ্গল মিয়া, কৃষক আবদুল আলী, ‘প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্য’-এর সভাপতি ফারুক আহমদ, সমাজকর্মী শরীফ আহমদ, মনোয়ার চৌধুরী, বিশ্বজন মানবিক সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস।
সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। সালেহিন চৌধুরী দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবেশ সংরক্ষণে কাজ করছেন। এতে মানুষজনের মধ্যে সচেতনতা বেড়েছে। সবাই মিলেই পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।