শিল্পীর তুলিতে আঁকা বাংলায় পর্তুগীজ জাহাজ
শিল্পীর তুলিতে আঁকা বাংলায় পর্তুগীজ জাহাজ

পর্তুগিজ জলদস্যু যেভাবে হয়েছিলেন সন্দ্বীপের রাজা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। একসময় পর্তুগিজ ও আরাকানি জলদস্যুদের দুর্গ ছিল মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপ। দ্বীপটি প্রায় এক দশক শাসন করেছেন সেবাস্তিয়ান গঞ্জালেজ তিবাউ নামের এক পর্তুগিজ জলদস্যু। সন্দ্বীপের ফিরিঙ্গি এই ‘রাজা’ ভারতে এসে প্রথমে সৈনিকের জীবন বেছে নেন। গোয়ায় একটি বাহিনীতে সৈনিকের কাজ নিয়েছিলেন তিনি। তবে তিনি খুব দ্রুত সৈনিকের পেশা ছাড়েন, বেছে নেন বণিকের জীবন।