চকরিয়ায় খালে মিলল তরুণের রক্তাক্ত লাশ, মাছ ধরা নিয়ে বিরোধের জেরে খুন, দাবি পরিবারের

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শুয়োরমারা খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ হোসেন ওরফে রাহাত (২৩)। তিনি কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিমপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

নিহত মোহাম্মদ হোসেন মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ঘাড়ে ও মাথায় দায়ের কোপের আঘাত ছিল। তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, মাছ ধরা নিয়ে স্থানীয় আরেক যুবকের সঙ্গে ঝগড়ার জেরেই তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তির বাবা আলী হোসেন বলেন, ‘আমার ছেলেকে কুপিয়ে হত্যার পর খালের কচুরিপানার মধ্যে ঢুকিয়ে রাখেন ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিন। গতকাল মঙ্গলবার রাতেই পাশের স্টেশনে আমার ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় বোরহানের। আমার ছেলে বোরহানকে তখন থাপ্পড় মেরেছিল।

থাপ্পড়ের প্রতিশোধ নিতেই বোরহান আমার ছেলেকে খুন করেছেন।’

স্থানীয় লোকজন বলেন, গতকাল সন্ধ্যায় কোনাখালীর শুয়োরমারা খালে মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। খালে জাল বসানো ও মাছ ধরা নিয়ে গতকাল রাতে মোহাম্মদ হোসেনের সঙ্গে স্থানীয় ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। তবে এ ব্যাপারে বোরহানের বক্তব্য জানা যায়নি।

লাশ উদ্ধারের পর থেকে তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হত্যার পর খালের কচুরিপানার মধ্যে মোহাম্মদ হোসেনের লাশ লুকিয়ে রাখা হয়। তাঁর মাথা, ঘাড়ে ও কানের নিচে দায়ের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সন্দেহভাজন বোরহান ঘটনার পর থেকেই পলাতক। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।