
ঝিনাইদহ সদর উপজেলায় বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহে একটি মেহগনিবাগান ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকাল থেকে পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ওই বাগানে চারদিকে অবস্থান নিয়েছেন তাঁরা।
এ সম্পর্কে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই মেহগনিবাগানে বিস্ফোরক থাকার তথ্য এসেছিল যৌথ বাহিনীর কাছে। সঙ্গে সঙ্গে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা যান। যৌথ বাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে।’
আজ বিকেল সোয়া পাঁচটার দিকে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে যশোর সেনানিবাস থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসেছে। ওই বাগানের ভেতরে অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কোরাপাড়া গ্রামে ওই মেহগনিবাগানের মালিক মিরাজুল ইসলাম। আজ সকালে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা আসেন। এর পর থেকে তাঁরা ওই স্থান ঘিরে রেখেছেন; সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।