ভাষা দিবসে অন্য ভাষার প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য শুচিতা শরমিন। শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাতৃভাষাকে হৃদয়ে লালন করতে হবে। এটা যদি করতে পারা যায়, তাহলে মাতৃভাষা আরও গৌরবদীপ্ত হবে এবং জাতি আরও সম্মানিত হবে। কারণ, বিশ্বসম্প্রদায় বাংলা ভাষার জন্য ত্যাগ, বলিদানকে বৈশ্বিকভাবে স্বীকৃতি দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য শুচিতা শরমিন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন মহান শহীদ দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার।

এর আগে সকাল ৯টায় উপাচার্য শুচিতা শরমিন প্রভাতফেরির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা যখন ভাষা দিবসের কথা বলি, তখন অন্য ভাষার প্রতিও আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। সে জায়গা থেকে আমাদের দেশে যত আঞ্চলিক ভাষা রয়েছে, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা রয়েছে, সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, যা আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশ পাবে। নিজেদের দেশ, নিজেদের মানুষ হিসেবে আমরা যেভাবে বাংলাকে ধারণ করব, তার ভেতর দিয়েই বাংলা ভাষার প্রকাশ-বিকাশ নিশ্চিত হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও সহ–উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি। শুক্রবার সকালে

উপাচার্য শুচিতা শরমিন এ সময় আরও বলেন, ‘উচ্চশিক্ষায় যত বেশি বাংলায় অনুবাদ করা বই আমরা পাব, উচ্চশিক্ষা ততই আমাদের শিক্ষার্থীদের জন্য আরও সহজতর হবে। এর মধ্য দিয়ে বাংলা ভাষার বিকাশ যেমন হবে, তেমনি আমাদের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশগঠনে, উন্নত সমাজ বিনির্মাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, তাপসী রাবেয়া বসরী হলের প্রাধ্যক্ষ শারমিন আক্তার, রসায়ন বিভাগের চেয়ারম্যান গাজী জহিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক সুজন চন্দ্র পাল, শিক্ষার্থী সাইদুর রহমান ও আসমা খানম। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।