রাজশাহীর পদ্মা নদীতে মিঠাপানির কুমির। বৃহস্পতিবার বিকেলে
রাজশাহীর পদ্মা নদীতে মিঠাপানির কুমির। বৃহস্পতিবার বিকেলে

রাজশাহীর পদ্মায় কুমিরের দেখা

রাজশাহীর পদ্মার চরে পাখির ছবি তুলতে বেরিয়েছিলেন এক পাখিপ্রেমী দম্পতি। তাঁরা দেখা পেয়েছেন কুমিরের। তা–ও আবার মিঠাপানির কুমির। প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন বাংলাদেশে এই কুমিরকে বিলুপ্ত ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটে এই ঘটনা। পাখির বদলে কুমিরের ছবি নিয়ে বাড়ি ফেরেন ইমরুল কায়েস-উম্মে খাদিজা ইভা দম্পতি।