
থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ছিনতাই ও লুটপাট করতেন তাঁরা। এমন অপরাধের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান (২২)।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে ধারালো দেশি অস্ত্রসহ একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। রিভলবার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, আসামিদের কাছে থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি রিভলবার, পাঁচটি গুলি, একটি ধারালো ছোরা ও ধারালো দা জব্দ করা হয়। এ সব অস্ত্র দিয়ে তাঁরা আশপাশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে লুটপাট করতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তাঁরা পাহাড়তলী টোল সড়কে বিমানবন্দর ও পতেঙ্গাগামী যাত্রীদের ছিনতাই করতেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।