সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নিজের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন

নিজের জন্য ওষুধ কিনতে বের হয়েছিলেন আশরাফুল ইসলাম (৪০)। তবে সেটি নিয়ে আর বাড়ি ফেরা হলো না। বাসায় ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন তিনি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফুল একই উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আশরাফুলের চাচাতো ভাই মাসুম বলেন, অসুস্থ থাকায় নিজের জন্য ওষুধ কিনতে আজ সকালে একাই বের হন আশরাফুল। এ জন্য তিনি পাশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা সদরে গিয়েছিলেন। ফেরার সময় বাস থেকে এমসি বাজারে নামেন। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছেন বলে জানান মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। তিনি বলেন, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।