
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নোয়াখালীর এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আব্বাস পাটোয়ারী (৩১)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রামগতি উপজেলার হক বাজারের দক্ষিণে হাজীগঞ্জ-তোরাবগঞ্জ সড়কে (বেড়িবাঁধ) এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আব্বাস পাটোয়ারী কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের মৌলভীরটেক গ্রামের ইউছুফ পাটোয়ারী বাড়ির বাসিন্দা
নিহত আব্বাস পাটোয়ারীর বন্ধু আবদুল মোনায়েম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আব্বাস পাটোয়ারী অফিস শেষ করে মোটরসাইকেলে করে কমলনগরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তাঁর মোটরসাইকেলটিকে হক বাজারের দক্ষিণে তোরাবগঞ্জ-হাজীগঞ্জ সড়কে বিপরীত দিক হতে আসা একটি ইটবাহী ট্রাক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে আত্মীয়স্বজনেরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আজ দুপুর পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্বাস পাটোয়ারী উপজেলা কার্যালয়ে দাপ্তরিক বৈঠকে ছিলেন। বৈঠক শেষ করে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু তিনি গ্রামের বাড়িতে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত আব্বাস পাটোয়ারীর বন্ধু তাঁকে ফোনে বিষয়টি জানিয়েছেন।
লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, হাজীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন বলে তিনি শুনেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।