Thank you for trying Sticky AMP!!

সাড়ে ৮ ঘণ্টা পর রংপুরের সঙ্গে পার্বতীপুরের ট্রেন চলাচল শুরু

পার্বতীপুর-রংপুর রেলপথে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রংপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথ হয়ে চলাচলকারী উত্তরাঞ্চলের সব ট্রেন বন্ধ হয়ে যায়।

Also Read: মালবাহী ট্রেন লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ

পার্বতীপুর-রংপুর রেলপথে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি

পার্বতীপুর রেলস্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় ট্রেনটির বিজি ওয়াগন বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি লাইনে তোলার কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে বগিটি লাইনে তুলে মালবাহী ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ফেরানোর পথে আবারও লাইনচ্যুত হয়। এতে বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুর রেলস্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি রেলস্টেশনে এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলস্টেশনে আটকা পড়ে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আবদুস সাফী বলেন, রেললাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।

পার্বতীপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজ সম্পন্ন হলে প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।