Thank you for trying Sticky AMP!!

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি

নারায়ণগঞ্জের নগরের চাষাঢ়ায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির জনসমাবেশে নেতা–কর্মীরা হাতাহাতিতে জড়ান। শুক্রবার বিকেলে

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক জনসভায় স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়ায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গায়েবি মামলায় নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ–বিভ্রাট, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই জনসমাবেশের আয়োজন করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে জনসমাবেশে প্রধান অতিথি মির্জা আব্বাস আসার আগে স্লোগান দেওয়া নিয়ে সমাবেশস্থলে বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষকে পরস্পরের দিকে প্ল্যাকার্ড ছুড়ে মারতে দেখা যায়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে যাঁরা হাতাহাতিতে জড়িয়েছেন তাঁরা কোন পক্ষের লোক তা শনাক্ত করা যায়নি।

পরে মির্জা আব্বাস তাঁর বক্তব্যে নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘নিজেরা বিবাদে জড়াবেন না। ঐক্যবদ্ধ থাকবেন। এখন থেকে কোনো নেতার নামে স্লোগান হবে না। স্লোগান হবে শুধু আমাদের নেত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। অন্য কোনো নেতার নামে স্লোগান দেওয়া যাবে না।’

এ বিষয়ে সভার সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সমাবেশস্থলে কোনো হইচই, হট্টগোল বা চেয়ার ছোড়াছুড়ির কোনো ঘটনা ঘটেনি। ঘটে থাকলেও সেটি তিনি দেখেননি বলে জানান।

ঘটনাটি শুনেছেন জানিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সমাবেশের ভেতরে নেতা–কর্মীরা এদিক–সেদিক দৌড়াদৌড়ি করেছেন বলে শুনেছি। তবে সমাবেশস্থলের বাইরে কোনো ঘটনা ঘটেনি। সেখানে আমাদের পুলিশ মোতায়েন ছিল।’