মরদেহ
মরদেহ

মুন্সিগঞ্জে স্টেডিয়ামের গ্যালারির নিচে পড়ে ছিল কিশোরের মরদেহ

মুন্সিগঞ্জ শহরের জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত একটি কক্ষ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরের নাম ইয়াসিন হাওলাদার (১৭)। তার বাড়ি শহরের মাঠপাড়া এলাকায়।

কয়েকজন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচের অংশের কয়েকটি কক্ষ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। এসব পরিত্যক্ত কক্ষে প্রায়ই মাদক সেবন করেন স্থানীয় কিশোর–তরুণেরা। আজ দুপুর ১২টার দিকে কয়েকজন কিশোর–তরুণ সেখানে মাদক সেবনের জন্য গেলে ইয়াসিনের মরদেহ দেখতে পান। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ৯৯৯–এ ফোন করেন। পরে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ইয়াসিনের মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সে আজ সকালে বাড়ি থেকে বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।