Thank you for trying Sticky AMP!!

সিলেটে বৃষ্টিপাতের সঙ্গে নদ-নদীর পানিও কিছুটা কমেছে

কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট-গোয়াইনঘাট সড়ক। সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায়

সিলেটে সব নদ–নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে কমেছে বৃষ্টিপাতের পরিমাণও। গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৬ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০৭ মিলিমিটারের বেশি।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৮৭ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় সেটি কমে ১১ দশমিক ৪৩ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর এই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।

Also Read: ‌সিলেটে ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃ‌ষ্টিপাত, নগরে জলাবদ্ধতা

নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সোমবার সন্ধ্যা ছয়টায় সেখানে ১০ দশমিক ২১ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১০ দশমিক শূন্য ১ সেন্টিমিটারে দাঁড়ায়। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সেখানে সোমবার সন্ধ্যা ছয়টায় পানি ছিল ১০ দশমিক ৬৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় সেখানে ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। আজ সকালে সেখানে ৯ দশমিক ১৬ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যায়ও পানির একই উচ্চতা ছিল।

Also Read: সিলেটে তিন ঘণ্টায় রেকর্ড ১৩০ মিলিমিটার বৃষ্টি

লুভা নদীর লুভাছড়া পয়েন্টে সোমবার সন্ধ্যায় ১২ দশমিক ২৭ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯টায় সেটি কমে ১১ দশমিক ৭০ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। সারি নদের সারিঘাট পয়েন্ট পানির বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৯টায় ১০ দশমিক ৮০ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। সোমবার সন্ধ্যায় ছিল ১১ দশমিক ২৬ সেন্টিমিটার।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।