
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ৫ কেজি ৬০০ গ্রাম ওজনের পদ্মা নদীর ৩টি ইলিশ বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়। একই সঙ্গে সাড়ে ৮ কেজি ওজনের ১টি কাতলা মাছ ১২ হাজার এবং ৫ কেজি ওজনের ১টি আইড় মাছ বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। আজ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে এসব মাছ বিক্রি হয়।
কয়েক দিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে স্রোত বেড়েছে। স্রোতের তোড়ে উজানে ছুটতে গিয়ে জেলেদের জালে মাঝেমধ্যে ধরা পড়ছে বড় বড় মাছ। সেই সঙ্গে ধরা পড়ছে ইলিশও। আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে সালাম হালদারের জালে বড় আকারের তিনটি ইলিশ ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য ফেরিঘাটে নিয়ে গেলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সেগুলো কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, সালাম হালদারের নৌকা থেকে সরাসরি দরদাম করে তিনি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে ইলিশ ৩টি কেনেন। পরে দেখেন ১টির ওজন প্রায় ২ কেজি এবং বাকি ২টির প্রায় ৩ কেজি ৬০০ গ্রাম। সে হিসাবে ইলিশ ৩টির দাম পড়ে প্রায় ২২ হাজার ৯৬০ টাকা। পরে সকাল ১০টার দিকে ইলিশ ৩টি ঢাকার এক ব্যক্তির কাছে কেজিপ্রতি ২০০ টাকা লাভে মোট ২৪ হাজার ৮০ টাকায় বিক্রি করেছেন।
ইলিশের পাশাপাশি আজ সকালে দৌলতদিয়া ঘাট বাজারের রওশন মোল্লার আড়ত থেকে নিলামে ৮ কেজি ৫০০ গ্রাম ওজনের ১টি পদ্মা নদীর কাতলা মাছ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কেনেন শাহজাহান শেখ। এ বিষয়ে তিনি বলেন, কাতলাটি তিনি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় ১২ হাজার টাকায় বিক্রি করেন। একই সঙ্গে তিনি প্রায় ৫ কেজি ওজনের আইড় মাছ বাজারের সৈকা মোল্লার আড়ত থেকে নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ১১ হাজার ৫০০ টাকায় কিনে পরে ঢাকার এক ব্যক্তির কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় বিক্রি করেন।
এর আগে গতকাল রোববার সকালে সোনা হালদার নামের একজনের জালে প্রায় ২২ কেজি ওজনের আরেকটি কাতলা ধরা পড়ে। কাতলাটি ২ হাজার টাকা কেজি দরে প্রায় ৪৪ হাজার টাকায় কিনে সিলেটের শ্রীমঙ্গলের এক ব্যক্তির কাছে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন শাহজাহান শেখ।