চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, মুমূর্ষু অবস্থায় দুজন হাসপাতালে

চট্টগ্রামে কেইপিজেড এলাকায় পাহাড় ধসে মারা যাওয়া দুই শিশু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামানের বাড়ি এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ রোহান (১১) ও মোহাম্মদ ইমরানের ছেলে মোহাম্মদ মিসবাহ (১১)। আহত দুই শিশু হলো একই এলাকার মোহাম্মদ সিয়াম (১২) ও মোহাম্মদ সিফাত (১২)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মে দিবসের ছুটির কারণে আজ বিদ্যালয় বন্ধ। সকালে নুরুজ্জামানের বাড়ির আট থেকে নয়জন শিশু-কিশোর পাশের কেইপিজেড মাঠে খেলতে যায়। রোদের মধ্যে গরম লাগায় তারা পাহাড়ের কিনারায় ছায়া খুঁজতে থাকে। একপর্যায়ে কাটা পাহাড়ের খাঁজে দুই ভাগে বিভক্ত হয়ে তারা বসে পড়ে। এ সময় পাহাড় ধসে চার শিশু মাটিচাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইমরান জানায়, তারা আট থেকে নয়জন সকালে ঘুরতে ঘুরতে পাহাড়ের দিকে যায়। তখন গরম লাগায় কাটা পাহাড়ের খাঁজে বসে ছিল। হঠাৎ তাদের চোখের সামনে চারজনের ওপর পাহাড় ধসে পড়ে। তাড়াতাড়ি গ্রামে ফিরে লোকজনকে জানালে তাঁরা তাদের উদ্ধার করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পূজা মিত্র প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। মুমূর্ষু অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৈয়বুর রহমান বলেন, ‘আমরা হাসপাতালে এসে তথ্য নিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’