Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জের কদমতলী এলাকার সড়ক ও বাবুবাজার সেতু এলাকায় যানজট।

বাবুবাজার সেতুর দুই পাশে যানজট, মধ্যরাত থেকে পোস্তগোলা সেতুতে চলাচল বন্ধ

ঢাকার বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুতে সংস্কারকাজ চলমান থাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে ঢাকার প্রবেশমুখ নয়াবাজার এলাকায় ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানজট তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই যানজট দেখা যায়। পোস্তগোলা সেতুর সংস্কারকাজ চললেও সেতুটি দিয়ে হালকা যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে আজ দিবাগত রাত ১২টার পর থেকে পোস্তগোলা সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আজ বেলা ১১টার দিকে বাবুবাজার সেতুর উত্তর প্রান্তে নয়াবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর বাবুবাজার অংশ থেকে ঢাকার নয়াবাজার ও তাঁতীবাজার এলাকা পর্যন্ত যানজট। সেতুটির দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী এলাকাতেও যানবাহনের চাপ চোখে পড়ে। ফলে বাবুবাজার সেতু দিয়ে থেমে থেমে যান চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, পোস্তগোলা সেতু সংস্কারের জন্য আজ রাত ১২টার পর থেকে সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে আসা আরাম পরিবহনের চালক সজীব মিয়া বলেন, রাজধানীতে প্রবেশপথে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা যেখানে–সেখানে পার্কিংয়ের কারণে যানজটে পড়তে হয়েছে।

Also Read: বাবুবাজার সেতুর প্রবেশমুখে থেমে থেমে চলছে যান, মধ্যরাত থেকে পোস্তগোলা সেতুতে চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গাগামী প্রচেষ্টা পরিবহনের চালক মইনুদ্দিন আহমদ বলেন, বাবুবাজার সেতু দিয়ে যাওয়ার সময় পুরান ঢাকার নয়াবাজার ও তাঁতীবাজার এলাকায় যানজটে পড়তে হয়েছে। কেরানীগঞ্জের কদমতলী এলাকায় যানজটের কারণে গাড়ি থেমে থেমে চালাতে হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু পোস্তগোলা সেতু মেরামতের কাজ চলছে, তাই কেরানীগঞ্জ ও নয়াবাজার এলাকা যানজটমুক্ত রাখা দরকার ছিল।

কেরানীগঞ্জের কদমতলী এলাকার দায়িত্বরত ঢাকা জেলার দক্ষিণ ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক আলামিন বলেন, পোস্তগোলা সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে এই এলাকায় যানবাহনের চাপ বেশি। তবে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

Also Read: পোস্তগোলা সেতুতে চলাচল বন্ধ, বাবুবাজার সেতুতে যানজট

Also Read: পোস্তগোলা দিয়ে চলছে হালকা যান, বাবুবাজারে গাড়ির চাপ কম