ওবায়দুল হক
ওবায়দুল হক

সাংবাদিক ওবায়দুল হকের চিকিৎসা সহায়তা প্রয়োজন

প্রায় তিন যুগ ধরে সাংবাদিকতা করছেন ওবায়দুল হক (৬৫)। বর্তমানে তিনি ডেইলি অবজারভার–এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ২০২১ সাল থেকে তিনি দুটি কিডনির জটিলতায় ভুগছেন। ঢাকার কিডনি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর একটি কিডনিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে বলেছেন। কিন্তু অর্থাভাবে তিনি চিকিৎসা এগিয়ে নিতে পারছেন না।

ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিক হিসেবে আমি খুব সামান্য সম্মানী পাই। এক ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে ১৮-২০ হাজার টাকা বেতনে চাকরি করে। ছোট মেয়ে কলেজে পড়াশোনা করে। বাবা-ছেলের উপার্জন দিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর চার বছর ধরে আমার চিকিৎসা ও ওষুধ কেনার খরচ যোগ হইছে। মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ খেতে হয়। এই ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে। ডাক্তার বলতেছে, জরুরি ভিত্তিতে বাঁ কিডনির পাথর অপারেশন করে সরাতে হবে। এ জন্য ছয় লাখ টাকা লাগবে। কিন্তু টাকা জোগাড় করতে পারছি না।

এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।’ ওবায়দুল হক জানান, তাঁর ডান কিডনিটির মাত্র ৪০ শতাংশ কাজ করে।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. ওবায়দুল হক, হিসাব নম্বর: ০৮-১২১-০০০৮২-০৩৪, মার্কেন্টাইল ব্যাংক, নওগাঁ শাখা। বিকাশ নম্বর: ০১৭১৫৩৬৭৯৯০।