গুলি
গুলি

সিলেটে অটোরিকশা থেকে যুবককে গুলি, আটক ১

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন আজিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আজিজুর উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লহরী সেতুসংলগ্ন মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আহমদ (৩৮) নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান গতকাল রাতে মাছ ধরার জন্য নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে আরও কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে আজিজুর রহমানের বাঁ হাত গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ আজিজুরের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে আহত হন আজিজুর। তাঁর চার ভাই যুক্তরাজ্যে থাকলেও তিনি দেশে থাকেন। পরিবারের মধ্যে একাই দেশে অবস্থান করায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর শত্রুতা আছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ করা হয়নি।