Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে মেছোবাঘ পিটিয়ে মারল গ্রামবাসী

সিরাজগঞ্জের চৌহালীতে একটি মেছোবাঘ পিটিয়ে মেরেছে গ্রামবাসী

সিরাজগঞ্জের চৌহালীতে একটি মেছোবাঘ পিটিয়ে মারল গ্রামবাসী। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মধ্য জোতপাড়া এলাকায় মেছোবাঘটিকে বিচরণ করতে দেখে স্থানীয় গ্রামবাসী লাঠিপেটা করে আহত করে। এর কিছুক্ষণ পর সেটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মধ্য জোতপাড়া গ্রামের নুরুল ইসলামের মুরগির খামারে হানা দেয় মেছোবাঘটি। তা দেখে গ্রামের বেশ কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে সেটিকে ঘেরাও করে পিটিয়ে আহত করে। পরে প্রাণীটি মারা যায়। তবে আরেকটি মেছোবাঘ নুরুল ইসলামের বাড়িতে লুকিয়ে আছে।

চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম মেছোবাঘ হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এটি একটি বিলুপ্তপ্রায় মেছোবাঘ। গ্রামের মানুষ না বুঝে এটিকে হত্যা করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ বলেন, ‘প্রাণীটিকে হত্যার বিষয়টি শুনেছি। এভাবে প্রাণী হত্যা করা ঠিক না।’

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, জনগণ সচেতন না হওয়ার কারণে নির্বিচারে প্রাণী হত্যা করা হচ্ছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।