সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিলিংফ্যান ছিঁড়ে মাথার ওপর পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষকের নাম ছামিনুল ইসলাম (৫০)। তিনি চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। ছামিনুল ইডিএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ছামিনুলের ভাই মাসুদ রানা বলেন, আজ মঙ্গলবার ফজরের নামাজ শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন ছামিনুল ইসলাম। হঠাৎ করে ঘরের সিলিংফ্যানটি ছিঁড়ে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ছামিনুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর ইডিএন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, তাঁর এমন মৃত্যু বেদনাবহ।