ঘরে আগুন, নববধূকে নিয়ে খোলা আকাশের নিচে স্বামী

এক মাস আগে দেশে আসেন ওমানপ্রবাসী মুহাম্মদ রাশেদ (২৮)। গত শনিবার চট্টগ্রামের রাউজানে সাদিয়া সুলতানার (২০) সঙ্গে বিয়ে হয় তাঁর। গতকাল সোমবার রাতে বরের বাড়িতে ছিল সাদিয়ার পরিবার ও আত্মীয়স্বজনের দাওয়াত। সব আয়োজন শেষ করে ঘুমিয়ে পড়েন বাড়ির সদস্যরা। গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় নবদম্পতির বাড়ির সবকিছু। নববধূ নিয়ে মুহাম্মদ রাশেদ ও তাঁর পরিবারের বসবাস এখন খোলা আকাশের নিচে।

গতকাল সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সালেহ আহমদ ড্রাইভার পাড়ায়। তবে কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছেন না কেউ। নতুন আসবাব, ধান, টিভি, ফ্রিজ, টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বলছে পরিবারটি।

মুহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, রাতে অতিথি বিদায় করে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তাঁরা দুজন বাসরঘরে ঢোকার পরই হঠাৎ চারপাশে আগুন দেখে জ্ঞান হারান নববধূ সাদিয়া। তাঁকে কোলে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন রাশেদ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন নুর মোহাম্মদ (৭৮), নুরুল আবছার (৫৫) ও মোহাম্মদ সাকিবের (২০) পরিবার। তাঁরা জানান, পুড়ে যাওয়া বসতঘরটি টিনশেডের ছিল। ঘরে তিনটি পরিবার বসবাস করত। নতুন দম্পতির কক্ষটি ছিল পাকা। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ভোর চারটার দিকে রাউজান ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের অন্য ঘরগুলো রক্ষা পায়।

রাউজান ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিয়েবাড়ির সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে।’