হাতকড়া
হাতকড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ঢাকা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার আগে জাকির হোসেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা আছে। রাজধানীর ভাটারা থানা-পুলিশের হেফাজত থেকে তাঁকে বগুড়ায় আনতে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে শাজাহানপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমানের ক্যাডার মো. নিশাদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিশাদ রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিশাদের বিরুদ্ধে বগুড়া ও গাইবান্ধায় অস্ত্র, বিস্ফোরক, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি আইন, হামলা-ভাঙচুর, নাশকতাসহ আটটি মামলা আদালতে বিচারাধীন ও পুলিশের তদন্তাধীন।