সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বাসযাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রত্না চৌধুরী (৪০)। তিনি উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

এর আগে আজ সকালে বেলা পৌনে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এ সময় রত্নাসহ বাসটির নয় যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রত্না চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম। তিনি বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে একই দুর্ঘটনায় আহত আরও সাতজন চিকিৎসাধীন।

বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাতজন হলেন বাসচালক মো. জাহেদ (২৪); বাসের যাত্রী গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহীনুর ইসলাম(৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও রতন চৌধুরী (৪০)।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি সিমেন্ট কোম্পানির মালবোঝাই ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ৯ জন আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন।