Thank you for trying Sticky AMP!!

বেলা তিনটা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

বিমান

ঘূর্ণিঝড় সিত্রাং–এর কারণে চট্টগ্রাম বিমানবন্দরে আজ সোমবার বেলা তিনটা থেকে সব রুটের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

Also Read: বেড়িবাঁধে ধস, ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কে কয়রাবাসী

কাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ গভীর রাতে সিত্রাং আঘাত হানতে পারে, তবে উপকূলে সন্ধ্যার পর জলোচ্ছ্বাস আসতে পারে।

Also Read: সিত্রাং আসতে পারে গভীর রাতে, উপকূলে ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৫ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।